আল্লাহর আউলিয়াগণের মর্তবা

—————————————————–

আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলায়হিম ওয়ালাহুম ইয়াহ জানুন।

————- সূরা ইউনুস-৬২ আয়াত

অর্থ – নিশ্চয়ই আল্লাহর অলিগণের উভয় জগতে না আছে কোন ভয় আর না আছে কোন

বিষন্ন হবার কারন।

ফাস্‌আলুকা আহ্‌লাজ জেকরে ইনকুনতুম লা তা’মালুন।

———— আল কোরআন

অর্থতোমরা যা না জান, জেকেরকারীগণকে জিজ্ঞেস কর।

হাদীসে কুদ্‌সীতে আল্লাহ তায়ালা বলেন -ইন্না আউলিয়া তাহ্‌তা কাবাই লা ইয়ারিফুহুম গায়রী ইল্লা

আউলিয়া। ——— হাদীসে কুদ্‌সী

অর্থ – নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করে, আমি ভিন্ন তাঁদের পরিচিতি

সমন্ধে কেহই অবহিত নহে, আমার আউলিয়াগণ ব্যতীত। যে ব্যক্তি অলি আল্লাহকে কষ্ট প্রদান করে,

সে আমার সহিত যুদ্ধে প্রবৃত্ত হওয়াকে হালাল মনে করে।

——— হাদীসে কুদ্‌সী

রাসূলে করীম (সাঃ) ইরশাদ করেন আল্‌ আউলিয়াও রায়হানুল্লনাহ

———- আল হাদীস

অর্থ আউলিয়াগণ আল্লাহর সুবাস

কারামাতুল আউলিয়াউন হাক্কুন । ————– আল হাদীস

অর্থ আউলিয়াগণের অলৌকিক ক্ষমতা সত্য।

ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ানতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা।

———— আল হাদীস

অর্থ – নিশ্চয়ই আল্লাহর অলিদের (বন্ধুদের) কোন জগতে মৃত্যু নেই বরং তারা স্থানান্তরিত হয়

ধ্বংসশীল ইহ জগত হতে স্থায়ী পর জগতে।

আল্লাহরআল্লাহর