বে হেজাবানা দারা

বড় পীর সাইয়্যেদেনা হযরত গাউসুল আযম (রাঃ)

বে হেজাবানা দারা আজদর কা শানায়ে মা।।
কে কাছে নিসতে বজুয দরদ তু দর খানায়ে মা।।
মিনহি আজ খুনে জিগার আবে সুধা খানায়ে মা।।
ফেতনা আঙ্গিযে মাশুকা জুলে মিশকিঁ মাকুশা।।
তাব জিঞ্জিরে নাদা রদে দিলে দিওয়ানায়ে মা।।
মোরগে বাগে মালাকুতুম দরীঁ দাইরে খারাব।
মী শাওয়াদ নুরে তাজাল্লায়ে খোদা দানায়ে মা।।
গর নকীরা ইয়াদো পুর ছদকে বাগো রবতু কিশত।
গো ইয়াম আঁ কছে কে রেবু দিলে দিওয়ানায়ে মা।।
মহীবর শাময়ে তাজাল্লায়ে জামালস মীও খাশত।
দোস্ত বেগুন তেজ হায় হামছব পরওয়ানায়ে মা।।

তুমি মহীপাল

মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী

বাংলাদেশের ওলীগণের তুমি মহীপাল
তুমি আমার মন কান্ডারী দয়াল শাহ্‌জালাল
ওহে আরেফ শাহ্‌জালাল।
বাংলাদেশে তুমি আসলা যে দিন
তব সঙ্গে ছিল সিপাহ্‌সালার নাসিরুদ্দীন
দ্বীন ইসলামকে করলে আসীন
হয়ে ঈমানদার দামাল
বাবা শাহ্‌জালাল।
ছিল তাগুতের পুজারী যারা
তাদের র্কম ছিল যাদু মন্ত্রে ভরা
তোমার হাতে তারা পড়ল ধরা
হয়ে গেল বেসামাল
বাবা শাহ্‌জালাল।
মজলিশে আউলিয়া এথায়
রওশন হয়ে গেল তুমি আসায়
উলীলআমর শান দিল খোদায়
দূর করিলা ঈমানী জঞ্জাল
বাবা শাহ্‌জালাল।

হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (রাঃ)

বুলবুলে ছের্‌ বেচেমনী শাহ্‌জালাল ইয়েমনী।
কাশেফে ছের্‌রে খোদা নায়েবে মক্কী মদনী।।
কেবলায়ে দিল কাবায়ে জান কেবলা নমা জানে জাহাঁ।
তোম পর ফেদা জান ও তন আয় সিলহেটি রূহে মনি।।
বাদ ছেহের জু হু গুজার কর্‌দে খবর মেরে উধার।
হিজর্‌ ছে হায় জাঁ তু বলব আয় শাহে খুবানে মনি।।
এস্কে মেঁ হো ওয়ায়েছ করণ তুমহি তু হু কুতুবে জামান।
ছিনে মেঁ সোবহান কা জ্বলন দে বুজা বার আনে মনি।।

——————–

দেখাদো জামালে আপনা আয় শাহ্‌জালাল ইয়েমনী।
সাইয়্যেদি সিল্‌হেটি নায়েবে মক্কী মদনী।।
আয়া হোঁ বহুত দূরছে আয় মাহ্বুবে সোবহানী।।
ওয়াল্লাহে মিন্‌ বাবেকাল্‌ করিম লা তাকেল্‌নী।।
লা তাকেল্‌নী ইয়া সাইয়্যেদি লা তাকেলনী।।
বিন্‌ নাবীয়্যিল্‌ হাশেমী লা তাকেল্‌নী।।
আন্তা সুলতানুল বাঙ্গালা জাহেরান্‌ ওয়া বাতেনান॥
আম্মেরু মুল্‌কা ক্বাল্‌বী লা তাকেল্‌নী।।

এমনের দুলাল বাবা শাহ্‌জালাল

আলী মাহমুদ খান

এমনের দুলাল বাবা শাহ্‌জালাল
আল্লাহর হাবিব তুমি ছুরত জামাল
পূণ্যেতে কামাল তুমি আল-হেলাল
তৌহিদে বাঙ্গাল দিলে দিকচক্রবাল
কুহিস্থানে ইসলামের তুমি রঙ মশাল
দূর প্রাচ্যে তুমি এক নতুন বেলাল
তোমার আজান স্বরে যাদু নাজেহাল
পুঞ্জিভুত পাপ সীমাহীন জঞ্জাল
ঘুচাইলে বে-ইনসাফী জাহেলী ভেজাল
সিলেটের মাটি খাঁটি ছায়ায়ে জালাল
বর্ণ স্বাদ গন্ধে মাটি মদিনার মিছাল
এই মাটিতে বেছাল বাবা এমনের দুলাল
এই মাটিতে আকা আছে ইছমে জালাল
পূণ্য মাটি ধন্য বাবা আফতাব বাঙ্গাল
গৌছ ও কুতুব তুমি মেছবাহুজ্জালাল
তোমার দরবারে আলী কাঙ্গাল নেহাল
ফজল ও করমে রাখ চরণে বহাল